১৯শে আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৮
কামরুজ্জামান হিমু
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন ,তথ্য অধিকার আইন প্রণয়ন করে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে গেছে ।কিন্তু এই আইন সম্পর্কে এখনো বেশীর ভাগ মানুষ অজ্ঞ । তাদেরকে এ বিষয়ে অবগত করতে পারেন সাংবাদিকেরা ।বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি সেমিনার রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ।সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন বিওএমএ-র সাধারন সম্পাদক সৌমিত্র দেব,পিআইবি জারনালিজম এলামনাই এসোসিয়েশন (পিবজা)র সাধারণ সম্পাদক রুহী সামসাদ আরা প্রমুখ ।
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর এই কর্মশালায় সভাপতিত্ব করেন।
তথ্য কমিশনের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল হাকিম তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষন দেন। পিবজার ৪০ জন সদস্য এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com