ওমর ফারুক শুভ
ছোটবেলায় আষাঢ়ের গল্প শুনে বড় হয়েছে একটা প্রজন্ম। ওদের উট মগজে ছিল, ' নজরুলের কবিতা চুরি করে রবীন্দ্রনাথ বিখ্যাত হয়েছে!! রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ, এটাই তারা কখনোই বুঝতে চায় নি। 'দীপু নাম্বার টু ', 'আমার বন্ধু রাশেদ ', ' হাত কাটা রবিন ' ' আমি তপু' এসব লিখতে একজন লেখকের লেখনিগুণ থাকতে হয়।বিদেশী মুভি চুরি করেছে , বৈজ্ঞানিক কল্পকাহিনী নকল করেছে, এসব আষাঢ়ে গল্প ছেড়ে মানুষ হয়ে বাঁচুন।উনি আপনার পরীক্ষার খাতা চুরি করে ক্যালটেক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেননি।
আপনার উটের মগজ চুরি করে উনি বিশ্ববিখ্যাত ' বেলকোর ' গবেষক হয়েছেন এসব উটের দল বিশ্বাস করলেও কোন মানুষের পক্ষে উট হওয়া সম্ভব নয়।
'ক্রোমিয়াম অরণ্য' লিখতে হলে ক্রোমিয়াম সম্পর্কে জানতে হয়।উট হলে তো জাফর ইকবাল স্যারের ক্রোমিয়াম অরণ্য আর সত্যজিতের রবার্টসনের রুবি এক করে গিলে খেয়ে ফেলবেন।
এতে আপনার পেট ব্যথা হবে, জাফর ইকবাল স্যারের কিছুই হবেনা।মার্ক টোয়েন তাই মূর্খের সাথে তর্কে জড়াতে নিষেধ করেছিলেন। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি চুরি করে আপনি কি একটা গীতাঞ্জলি লিখতে পারবেন দুইশো বছরে?
জাফর ইকবাল স্যার আইন বিভাগের আসিফ নজরুল নন। ইচ্ছে করলে আপনি একজন আসিফ নজরুল, পিনাকী খুব সহজেই হতে পারবেন।
কিন্তু একজন জাফর ইকবাল হতে হলে ফিজিক্স নিয়ে পড়তে হবে।
আইন বিভাগে পড়াশোনা করে, আরবী বিশ্ববিদ্যালয়ে পড়ে , পাতিহাস পড়ে আপনি কেলটেক ইউনিভার্সিটিতে পড়বেন সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।।
' জামায়াত শিবির ' নিয়ে জাফর ইকবাল স্যারের খুব সুন্দর সুন্দর লেখাগুলো আছে ওগুলো পড়ে নিবেন।
শার্ক নিয়ে এত মুভি হয় পৃথিবীতে তা জানেন।
তা সব মুভির পরিচালকরা কি একে অপরের মুভি নকল করে বসে আছেন?
সবার পটভূমি এক হতে পারে কিন্তু গল্প, কাহিনী ও চরিত্র এক নয়।। জাফর ইকবাল স্যারের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এটাতেই আপনাদের যত চুলকানি।
চুলকাইতে চুলকাইতে আপনাদের পাছা ঘা কইরা ফেললেও জাফর ইকবাল স্যারের মত তার সন্তানদের পৃথিবীর নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে মানুষ করতে পারবেন না।
নিজে মানুষ হতে শিখুন।উনাকে ষাঁড় বলে নিজেকে জাতীয় উট হিসেবে পরিচিত করবেন না। উনার নখের যোগ্যতা নিয়ে তারপর উনার সমালোচনা করতে আসবেন।বাংলা ও ইংরেজি পড়ে ফিজিক্স নিয়ে সমালোচনা করতে পারে একমাত্র জাতীয় উটের দল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com