দোস্ত ডোনাল্ড ট্রাম্প আর চান্দের দ্যাশ
নাসার লগে মিটিং ছিলো তেরো দিনের সফরে
চান্দে যাইবার চুক্তি হইছে তেরো বিলিয়ন ডলারে
পাউন্ড স্টার্লিং মার্কিন ডলার অনিরাপদ এই দুনিয়ায়
এফ বি আই এর নজর , যামু এখন আমি কোথায় ?
চিন্তায় চিন্তায় কাইন্দা মরি ব্যাঙ্কে রে নাই আর বিশ্বাস
হ্যাকার ফাকার চতুর্দিকে , যদি কিছু পায় আভাস?
ভাইবা আমি কুল তো পাইনা ডোনাল্ড ট্রাম্প ই ভরসা
বহু দিনের দোস্ত আমার তাই করে নাই নিরাশা l
পাবলিক ফিগার নাইবা হইলাম নাই বা চিনুক লোকে আমারে
ম্যালা রকম বিপদ , লুকাইয়া থাকি উইন্টারে ও সামারে
দোস্ত কইছে , হানি তুমি বিডিতে যাও, নৌকা চলে রাস্তায়
নায়ের বাদাম তুইলা কান্দো সরকারের জয়যাত্রায় l
নাসা ওয়াশিংটন ডিসি হেডকোয়ার্টারে করমু আমি ওয়েট
চান্দের দ্যাশে যাবার কালে দেখা হবে তোমার লগে পোয়েট
কবির লগে করবা দেখা , আমি কি পাগলা আদেল ?
জিরো ফিগার আমার তো নাই , নইতো আমি মডেল!
দোস্তের লগে হাগ হবে আর মস্তবড় ব্যাবসা
চান্দের দ্যাশে ঘুরবার যাবু এই টুকুই ভরসা l
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com