এসবিএন স্পোর্টস নিউজ: পাকিস্তান সুপার লিগের অন্যতম সেরা পারফরমার তামিম ইকবাল। পেশোয়ার জালমির হয়ে তিনি ৬ ম্যাচে করেছেন ২৬৭ রান। এই রান নিয়ে এখনো তামিম পেশোয়ার জালমির সর্বোচ্চ রান সংগ্রহক।
তামিমের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে পেশোয়ার প্রথম কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে। পেশোয়ার কর্তৃপক্ষ চেয়েছিল তামিম শেষ পর্যন্ত খেলুক। কিন্তু ব্যক্তিগত কারণে তামিম কোয়ালিফায়ার খেলার আগেই দেশে ফিরে এসেছেন।
বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় তামিমকে ছাড়তে চাচ্ছিল না পেশোয়ারের মালিক। তামিমকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলে রাখতে মোটা অঙ্কের টাকাও প্রস্তাব করেছিল পেশোয়ারের মালিক। কিন্তু তামিম সেই প্রস্তাবে রাজি হননি। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে তিনি ছুটে এসেছেন দেশে। এমন কী খেলছেন না আসন্ন এশিয়া কাপেও।
দেশে ফিরে এ বিষয়ে তামিম বলেছিলেন, ‘তারা আমাকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না। তারা চেয়েছিল অন্তত আমি প্লে-অফটা খেলে আসি।
তারপর যদি সম্ভব হত তাহলে ফাইনালটা। দুর্ভাগ্যজনকভাবে আমার হাতে কোনো বিকল্প ছিল না। আমি তাদের অনুরোধ রাখতে পারিনি।
তবে আমি আমার ব্যক্তিগত সমস্যার কথা বলার পর তারা আর আমাকে জোরাজুরি করেনি। এরপর অবশ্য তারা আমাকে আগামী বছরও তাদের দলের হয়ে খেলার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছে।
পাশাপাশি আমি যাতে আর কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ না হই সেটার জন্যও অনুরোধ করেছে।’
সংবাদটি শেয়ার করুন