৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬
এসবিএন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা নং ২২১/১৫ এর শুনানী শেষে এ আদেশ দেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করে কটুক্তি করেন। এর প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ তারেক রহমানের বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নিম্ন আদালতে মামলা দায়ের করেন।
সামাদের পক্ষে দায়েরকৃত মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট সুরুজ আলী, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট টিপু রঞ্জন দাস, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও অ্যাডভোকেট সুয়েব আহমদ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com