৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৮
সাদ্দাম হোসেন
দ্রত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি,আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি ও ছাত্রলীগের হামলার বিচার চেয়ে তিন দফা দাবি জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল হক নূর। মঙ্গলবার (৩১শে জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তিনি এসব দাবি জানান।
এসময় তিনি শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে এদেশে অন্যায় প্রতিষ্ঠিত হবে। আমার বোনেরা ভাইদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদের ধর্ষণের হুমকি দেয়া হয়েছে ৷ শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য তাদেরকে লাঞ্ছনা করা হয়েছে ৷ আপনারা যে যেখানে আছেন সবাই আন্দোলনে চলে আসুন ৷’
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১১ টা থেকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। আস্তে আস্তে সেখানে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়লে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766