তীর খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আবুল হোসেনকে প্রান নাশের হুমকি দিয়েছে এক জুয়াড়ী। হুমকি প্রদানকারী নুর উদ্দিন নুরু দক্ষিণ সুরমা থানার মোঘলাবাজার খালেরমুখ এলাকার বাসিন্দা। এ ব্যাপারে সাংবাদিক আবুল হোসেন বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত সাড়ে দশটায় এসএমপি কোতয়ালি থানায় একটি সাধারন ডায়েরী করেছেন, যার নং-২৬১। জানা যায়, জুয়াড়ী নুর উদ্দিন নুরু ঐ এলাকায় অনলাইন তীর খেলা নামক জুয়ার রাজত্ব কায়েম করে আছে। জুুয়া খেলাকে পুজি করে অবৈধভাবে আদায় করছে লক্ষ লক্ষ টাকা। গত ৩ জুলাই বৃহস্পতিবার “মোগলাবাজারে নুরের নিয়ন্ত্রনে চলছে ভারতীয় ‘তীর’ খেলা: প্রশাসন নীরব” শিরোনামে বেঙ্গলসটাইমস নিউজ ডটকম ও হলি সিলেট ডটকম অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আবুল। এসময় সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তিনি মোঘলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলেন। সবধরণের সত্যতা প্রমাণিত হওয়ায় তিনি সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর মূহুর্তে জুয়াড়ী নুরু তার ব্যবহৃত ০১৭১৮৩২৫২৮১ এই নম্বর থেকে সাংবাদিক আবুলের ব্যবহৃত ০১৭২৫১৬৭৫০৩ এই নাম্বার এ সন্ধ্যা ৭টায় ফোন দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে সংবাদের কারনে তাকে প্রাণে মারার হুমকি দেয় এ জুয়াড়ী। এব্যাপারে সাংবাদিক আবুল রাত সাড়ে ১০টায় এসএমপি কোতয়ালি থানায় তার বিরুদ্ধে এ সাধারন ডায়েরী করেন।
সংবাদটি শেয়ার করুন