ঢাকা ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


তীর খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আবুলকে প্রাণ নাশের হুমকি

redtimes.com,bd
প্রকাশিত আগস্ট ৪, ২০১৭, ০২:৩৯ অপরাহ্ণ

20632397_1840231376289472_1434745784_nতীর খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আবুল হোসেনকে প্রান নাশের হুমকি দিয়েছে এক জুয়াড়ী। হুমকি প্রদানকারী নুর উদ্দিন নুরু দক্ষিণ সুরমা থানার মোঘলাবাজার খালেরমুখ এলাকার বাসিন্দা। এ ব্যাপারে সাংবাদিক আবুল হোসেন বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত সাড়ে দশটায় এসএমপি কোতয়ালি থানায় একটি সাধারন ডায়েরী করেছেন, যার নং-২৬১। জানা যায়, জুয়াড়ী নুর উদ্দিন নুরু ঐ এলাকায় অনলাইন তীর খেলা নামক জুয়ার রাজত্ব কায়েম করে আছে। জুুয়া খেলাকে পুজি করে অবৈধভাবে আদায় করছে লক্ষ লক্ষ টাকা। গত ৩ জুলাই বৃহস্পতিবার “মোগলাবাজারে নুরের নিয়ন্ত্রনে চলছে ভারতীয় ‘তীর’ খেলা: প্রশাসন নীরব” শিরোনামে বেঙ্গলসটাইমস নিউজ ডটকম ও হলি সিলেট ডটকম অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আবুল। এসময় সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তিনি মোঘলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলেন। সবধরণের সত্যতা প্রমাণিত হওয়ায় তিনি সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর মূহুর্তে জুয়াড়ী নুরু তার ব্যবহৃত ০১৭১৮৩২৫২৮১ এই নম্বর থেকে সাংবাদিক আবুলের ব্যবহৃত ০১৭২৫১৬৭৫০৩ এই নাম্বার এ সন্ধ্যা ৭টায় ফোন দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে সংবাদের কারনে তাকে প্রাণে মারার হুমকি দেয় এ জুয়াড়ী। এব্যাপারে সাংবাদিক আবুল রাত সাড়ে ১০টায় এসএমপি কোতয়ালি থানায় তার বিরুদ্ধে এ সাধারন ডায়েরী করেন।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930