১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১
রেজওয়ানা আহমেদ
তুমি আছো পত্র পল্লবিতে ফাগুনের হাওয়ায়
তাই তো ছুটে যায় মন তেপান্তরের কিনারায়,
গুঞ্জনে মুখরিত হয় চারিধার —
যতই নেমে আসুক রাতের আধঁার |
তুমি আছো বসন্তের কোকিলের সুরে
তাই তো তুমার জন্য মনটা কেমন করে,
I love you I love you বলি যে তোমায়
মনের মাঝে মন রেখে বুঝে নাও আমায় |
ছয়টি ঋতুর মাঝে রয়েছ যে তুমি
তুমি ছাড় া ছন্নছাড়া বুঝনা যে আমি |
তুমি আছো হালকা শিশিরে ভেজা ঘাসের বিছানায়
তাই তো সূর্য উকি দেয় হেসে ভোর বেলায় |
আকাশের মাঝে রয়েছ তুমি মেঘের ভেলায়
বৃষ্টি হয়ে নীচে আস উত্তাল ফাগুনের নায়
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766