সদরুল আইনঃ
তুমি নেই বলে স্বপ্ন হারালাম,
ফাগুন আসেনি জীবনে,
তুমি নেই বলে আঁধার নেমেছে,
দু’চোখ ভরেছে শ্রাবণে ।।
তুমি নেই বলে বসন্ত আসেনি,
চৈত্রে পুড়েছে এ হৃদয়,
শিশিরের মত ঝরে গেছি আমি,
জীবন ঢেকেছে কুয়াশায় ।।
তুমি নেই বলে গোলাপ ফোটেনি,
অধরে হাসেনি চাঁদ,
তুমি নেই বলে হয়েছে সাথী,
পৃথিবীর সব অপবাদ ।।
তুমি নেই বলে এ বাসর আজো,
সাজেনি ফুলে ফুলে,
নিজেকে রেখেছি আধারে লুকিয়ে,
জীবন নদীর কূলে ।।
তুমি নেই বলে স্বপ্ন দেখিনি
লিখিনি কোন কবিতা,
মনের জানালায় রয়ে গেছে শুধু,
কিছু না পাওয়ার ছবিটা ।।
তুমি নেই বলে কোন রঙ নেই,
নিরব জীবনের সীমানায়,
একদিন মরন প্রিয়া হয়ে এস,
ছুঁয়ে যাবে জীবনের আঙিনায় ।।