তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৫

তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার এ সংক্রান্ত আদেশে সই করেছেন। খবর বিবিসি’র।

শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জারিকৃত এক ফরমানে (ডিক্রি) বলা হয়েছে, তুরস্ক থেকে আমদানি, রাশিয়ায় তুরস্কের কোম্পানিগুলো ও শ্রমিক এবং রাশিয়ার কোম্পানিতে তুর্কিদের কাজ নিষিদ্ধ করা হলো। ফরমানে দুই দেশের মধ্যে তালিকাভুক্ত বিমানের ফ্লাইটগুলোও বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।

সিরীয় সীমান্তে গত মঙ্গলবার রাশিয়ার সু-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। তুর্কি আকাশসীমা লঙ্ঘনের দায়ে এফ-১৬ বিমান থেকে রুশ বিমানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিমানটি বিধ্বস্তের পর সিরীয় বিদ্রোহীদের হাতে রাশিয়ার এক পাইলট ও এক মেরিন সেনা নিহত হয়। রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনার জন্য তুরস্ককে ক্ষমা চাইতে বলা হলেও দেশটি ক্ষমা চাইবে না বলে জানিয়েছে। পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক তুরস্কের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল মস্কো।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিমানটি ভূপাতিতের আগে বেশ কয়েকবার সতর্ক করেছে। তবে বিমানটিতে থাকা রুশ পাইলট তা অস্বীকার করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31