২৪শে জানুয়ারি ২০২১ ইং | ১০ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
এসবিএন ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা হামলার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ও টুইটার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
তবে কতদিন বন্ধ থাকবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সে বিষয়ে জানানো হয়নি।
সিএনএন জানিয়েছে, আদালতের আদেশ পাওয়ার পর তুরস্কের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (টিআইবি) ফেসবুক, টুইটারসহ অন্যান্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে।
আত্মঘাতী ওই হামলায় হতাহতের ছবি শেয়ার হচ্ছিল বলে এমন সিদ্ধান্ত নেয় টিআইবি। সামাজিক যোগযোগ মাধ্যমের পাশাপাশি তুরস্কের গণমাধ্যমকেও হামলার ঘটনা প্রচারে নিষেধ করা হয়েছে।
খবরে বলা হয়, তুরস্কের রাজধানী আঙ্কারার কিজিল চত্বরে হওয়া ওই আত্মঘাতী হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে হতাহতদের ছবি ছড়িয়ে পড়তে থাকে। টিআইবি ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলেও প্রক্সি সার্ভারের মাধ্যমে অনেকেই তা ব্যবহার করতে পারছেন।
উল্লেখ্য, রোববার আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১২৫ জন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।
সূত্র: ইনডিপেনডেন্ট ও সিএনএন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766