হাসিদা মুন
এই সে তুমি – সেই সে তুমি ডাকছি যাকে
তুমি বলেই লিখছি তাকে –
ক’দিন ধরে মন খারাপের বার্তা তুমি জানতে পেলে
ছুতা ধরে এই সুযোগে আমায় তুমি দেখতে এলে
না দেখার সেই ফুল্কি আগুন -পোড়ায় যাকে
অহং বলে বারুদ জ্বলে – অসময়ের দুর্বিপাকে
ভালোবাসার ন্যায্যতাতে সামনে এসে ডাকতে থাকে
অহংকারী লুকিয়ে থাকা ফুলবাগানের এই আমাকে …
বুঝতে আমার নেইতো বাকি
গহীন তোমার মনের বনে আঁটকে থাকি
একটু দূরে নিঝুম চরে বানভাসিতে ভাসতে দেখি
সব যে বুঝেও – চুপটি করে নিঃশব্দের চিত্র আঁকি
ষোলআনা যায়কি বলা –
না বলার এই ফাঁকিজুকি …
পৌনঃপুনিক জোয়ার ভাঁটার প্রতি বাঁকে
বিশুদ্ধ মন – সখ্যতাটা মানতে শেখে
স্বাক্ষরিত সনদ প্রমাণ বাইরে থাকে
বাইরে থেকেই ভিতর দেয়াল ভাঙতে দেখে
পরোয়ানায় পুনরাবৃত্তি
ফেলছে বুঝি – ফের বিপাকে
ফের বিপাকে …
তোমার অভাব ভাব করেছে – মনের সাথে
মন জানালো – সেই কথাটাই
এই আমাকে – এই আমাকে ….
সংবাদটি শেয়ার করুন