তোমার মুখের আলো অন্ধকারে দেখে
মনের চাঁদের কথা জেনেছি সেদিন
কত কত অমাবশ্যা কেটে যেতে পারে
হৃদয় আলোয় ধুয়ে দিতে পারো সব
জেনেছি সেদিন আমি তোমাকে দেখেই
চাঁদের কলঙ্ক কথা বলুক না লোকে
তারার আকাশে তবু চাঁদকেই খোঁজে
তুলনা চাঁদের সাথে কার হতে পারে
চাঁদের তুলনা চাঁদ আর শুধু তুমি।