২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
তৌকীর আহমেদ এর নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ । ঘোষণার অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, করোনার কারণে সেট ফেলে টানা শুট করে খুব দ্রুত সিনেমাটির কাজ শেষ করবেন। কথা রেখেছেন পরিচালক।
তিনি রেডটাইমসকে জানান শুটিং আপাতত শেষ।তবে তিনি এ কথাও বলেন, ‘এখনো শুটিং চলছে বলা যায়, আজ শেষ হবে… ২৪ দিনে। আমি প্রতিবার যেটা করি, টানা শুটিংয়ে শেষ। তবে যদি গান করি, সেটার জন্য তিন দিন লাগবে, গান আছে। আর কিছু কাজ বাকি আছে।’
তিনি ছবি মুক্তি দিতে চান ‘মার্চে।’ সেটা অবশ্য আগেই জানিয়েছিলেন তৌকীর আহমেদ। গত ১১ ডিসেম্বর থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ‘স্ফুলিঙ্গ’ সিনেমার শুট শুরু হয় ।
সিনেমাটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরী মণি, আবুল হায়াত মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলাসহ অনেকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সিনেমাটি প্রযোজনা করছে। সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766