থানা হচ্ছে হাতিরঝিল,উপজেলা শায়েস্তাগঞ্জ

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭

থানা হচ্ছে হাতিরঝিল,উপজেলা শায়েস্তাগঞ্জ

থানা হচ্ছে হাতিরঝিল,উপজেলা শায়েস্তাগঞ্জ । রাজধানীতে হাতিরঝিল নামে একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এটি নিয়ে ঢাকা মহানগরে থানার সংখ্যা হাবে ৫০টি। একইসঙ্গে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এনিয়ে দেশে উপজেলা হলো ৪৯২টি।
২০ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের সভায় এ সব প্রস্তাব অনুমোদন পায় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আর ঢাকা মহানগর পুলিশের আওতাধীন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৭১টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, ফরিদুপরের বোয়ালমারি উপজেলার চাঁদপুর ইউনিয়নকে ফরিদপুরের সদর উপজেলায় অন্তর্ভুক্তের প্রস্তাবও অনুমোদন দিয়েছে নিকার।
ভোলার চরফ্যাশন থানাকে ভাগ করে দোলারহাট নামে নতুন থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য নতুন ৪৩টি পদ সৃজনের প্রস্তাবও নিকারের সভায় অনুমোদন পেয়েছে। তিনি জানান, রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আরও নতুন আটটি থানা স্থাপন এবং সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলা সদরে পৌরসভা গঠনের প্রস্তাবেও সায় দিয়েছে নিকার।
এ ছাড়া ফরিদপুর পৌরসভা, জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা এবং নাটোরের বনপাড়া পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাবও সরকার অনুমোদন দিয়েছে। মোহাম্মদ শফিউল আলম জানান, কুমিল্লার মুরাদনগরে একটি পৌরসভা গঠনের প্রস্তাব নিকারের সভায় তোলা হলেও তা আরও পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় প্রস্তাব আনতে বলা হয়েছে।
তিনি জানান, মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় দাসার নামে একটা থানা গঠনের প্রস্তাব নিকার অনুমোদন না দিয়ে তা আরও পর্যালোচনা করতে বলেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930