ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


থার্টিফার্স্টে তিশমা চমক

abdul
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০১৫, ১০:৫১ পূর্বাহ্ণ
থার্টিফার্স্টে তিশমা চমক

এসবিএন ডেস্ক: আজ বছরের শেষদিন থার্টিফার্স্ট উপলক্ষে প্রকাশ হচ্ছে জনপ্রিয় পপকন্যা তিশমার একক অ্যালবাম ‘মেসমেরাইজড’। এটি তার ক্যারিয়ারের ১২তম একক। এর আগে ২০১৩ সালে প্রকাশ পেয়েছিলো তিশমার সর্বশেষ একক ‘হিপনোটাইজড’। বরাবরের মতো এবারের অ্যালবামের সব গানের সুর ও সংগীত করেছেন তিশমা নিজে। গানের কথা লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন, জনি হক, জাহিদ বাবুল প্রমুখ। মোট ১২টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। উল্লেখযোগ্য গানগুলো হলো মেসমেরাইজড, ওয়েটিং ফর ইউ, আলো আলো, অতৃপ্ত প্রণয়, প্রেম তুমি আছো বলে, ভালো থেকো বন্ধু, লাভ ইউ ফরএভার এবং ইন দ্যা শ্যাডোস। খুব শিগগিরই এ অ্যালবামের ‘প্রেম তুমি আছো বলে’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে চ্যানেল ও ইউটিউবে। এ অ্যালবামটি প্রকাশ করা হয়েছে তিশমার নিজস্ব ওয়েবসাইটে (www.tishmaonline.com)। এদিকে গেলো বছর জুড়েই নিজের আগের অ্যালবামগুলো থেকে বেশকিছু গানের ভিডিও প্রকাশ করেছেন তিশমা, যা বেশ প্রশংসিত হয়েছে। নতুন বছর ২০১৬তে নতুন চমক নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন তিশমা। এর মধ্যে ‘রকস্টার’ নামক নতুন একক ও ডকুমেন্টারি ভিডিও অ্যালবাম ‘রক প্রিন্সেস এক্সপোজেড’ প্রকাশ করবেন এই পপকন্যা। এ বিষয়ে তিশমা বলেন, বেশকিছু ভিন্নধর্মী গান নিয়ে ‘মেসমেরাইজড’ অ্যালবামটি সাজিয়েছি। কথা-সুর ও সংগীতে ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা। এটি থার্টিফার্স্টে ভক্তদের জন্য আমার পক্ষ থেকে উপহার। খুব শিগগিরই অ্যালবামের গানগুলো ভিডিও আকারেও প্রকাশ করবো। নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে তিশমা বলেন, রক গান নিয়ে ‘রকস্টার’ নামক একটি অ্যালবামের কাজ করছি। তাছাড়া, আমার জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি অ্যালবামের কাজও চলছে। এ দুটি অ্যালবামই ২০১৬তে প্রকাশ করবো বলে ঠিক করেছি। আমার বিশ্বাস এর মাধ্যমে নতুন কিছু পাবেন শ্রোতা-দর্শক।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930