বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় ঘোষিত পক্ষকালব্যাপী দাওয়াতী কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার ৬ নভেম্বর দুপুরে সংগঠনের দক্ষিণ সুরমার থানার একটি প্রতিনিধি দল বরই কান্দি ইউনিয়নের জৈনপুর মজিদিয়া হাফিজিয়া মাদরাসায় সংগঠনের পরিচিতি বিতরণ করে।
পরে সন্ধ্যায় বিভিন্ন প্রতিষ্টানে অধ্যয়নরত লাউয়াই ছাত্র সমাজের এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আলম।
দিনব্যাপী পৃথক পৃথক দাওয়াতি সফরে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, কামাল বাজার আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি শামছুল ইসলাম, মাহবুবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন