সিলেট বাংলা নিউজঃ ভূমি বিষয়ক সেবা জনগণের দোরগড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে সরকার এপ্রিল মাসের প্রথম সপ্তাহকে “ভূমি সেবা সপ্তাহ” হিসেবে ঘোষণা করেছে।
সেই লক্ষ্যে উপজেলা ভূমি অফিস দক্ষিণ সুরমার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী শেষে “ভূমি সেবা সপ্তাহ আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিতহয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জ্জির সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের নাজির নূরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদটি শেয়ার করুন