নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডীপুল পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মাইক্রোবাস চালক-শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় আধাঘন্টা সেখানে বিক্ষোভ করেন তারা। তবে বিক্ষোভ করলেও সড়কে যান চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
জানা যায়, দক্ষিণ সুরমার চন্ডীপুল স্ট্যান্ডের এক মাইক্রো চালকের সাথে জনৈক ট্রাফিক কনস্টেবলের বাকবিতন্ডা হয়। এর পরেই তার পক্ষ নিয়ে সকল শ্রমিকরা মূল সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধেরও চেষ্টা করেন।
খবর পেয়ে ট্রাফিক সার্জন শামীম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসা করে দিলে তারা বিক্ষোভ অবরোধ করা থেকে বিরত থাকেন বলে জানিয়েছেন মাইক্রো চালক শিশু মিয়া।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন