ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ১ জন

abdul
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৬, ০৪:২১ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ১ জন

এসবিএন রিপোর্টার জুনেল আহমদ আরিফ, দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেল ও তেলবাহী ট্রাক লরির ত্রিমুখী সংঘর্ষে মাওলানা মিসবাহ উদ্দিন নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন।

তিনি উপজেলার ধরাধরপুর জামে মসজিদের ইমাম। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায় লাখাই উপজেলায় অবস্থিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড লাউয়াই বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মাওলানা মিসবাহ তার মোটরসাইকেল যোগে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন, এ সময় একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঠিক ঐ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক লরি তাকে চাপা দেয়।

পরে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সিলেট বাংলা নিউজ এসবিএন এর পক্ষ থেকে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করা হলে বলা হয়,’পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও থানায় কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930