২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮
আখতারী ইসলাম
বাবার শিয়রের কামিনী ফুল আজ_ তোমার শিয়রে ঝরছে জানো তুমি, প্রিয়তম আমার প্রিয় ফুলের স্তবক শিথানে তোমার
লাজুক চোখে পর্দা গেছে সরে সেখানে শুধুই অনুসন্ধিৎসা
আঙুল ছুঁয়ে যাও সময় টুকু জড়িয়ে থাকি জঠরের জল শুষে পড়ে থাকি ভবিতব্যর জাগতিক সীমায়
২০/০১/১৮