
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও মুরারি চাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গনে দিগন্ত থিয়েটার সিলেটের নাটক ‘খাবলা’ মঞ্চস্থ।
মহান বিজয় দিবস -২০১৭ উপলক্ষে ১৬ ডিসেম্বর সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১ম ও রাত সাড়ে ৮ ঘটিকায় মুরারি চাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গনে থিয়েটার মুরারিচাঁদ এর আয়োজনে ২য় বার প্রদর্শিত হয়েছে।
এই নাটকে সমাজের বিভিন্ন অঙ্গনে বিদ্যমান দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহবান জানানো হয়েছে বলে জানান এর নির্দেশক।
কবি ও নাট্যকার জহিরুল মিঠুর রচনায় ও আবু বকর আল আমিনের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন নাকিব চৌধুরী, মাহমুদ-উস সামাদ মারুফ, সৈয়দ সুমন, স্বপন আ্হমদ, কামরুন নাহার আনসারী, মোহাম্মদ আজিজুর রহমান, আমেনা আক্তার, নাজমুল হোসাইন ইমন, অলি রহমান, আদনান সামি নাহিয়ান, তায়্যিবা ও জিয়াউল হক জিয়া।
শব্দগ্রহনে আজিজ আহমদ চৌধুরী নকিব ও আলোক প্রক্ষেপণে দূর্জয় তালুকদার তুর্জ। নাটকটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সাইফুর রহমান চৌধুরী সুমন , দূর্জয় পুরকায়স্থ।