২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৫
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত পুলিশ সদস্য মোশারফ হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়েছে।
তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। আটক ব্যক্তিদের দুপুরেই দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব ও বিজিবি নিয়মিত টহল দিচ্ছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766