২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৫
এসবিএন ডেস্ক:
চারিদিকে পৌরসভা নির্বাচন নিয়ে যখন ব্যস্ত সবাই তখন হত্যা করা হলো বিএনপির মেয়র প্রার্থীকে। দিনাজপুরের বিরামপুর পৌরসভার বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদকে (৫৩) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঙ্গলবার দিবাগত রাত ১১টায় নির্বাচনী প্রচার শেষে বাড়ির ফেরার পথে শহরের ইসলামপাড়া আনসার-ভিডিপি অফিসের পিছনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
তার কাছ থেকে জানা যায় যে, আজাদুল ইসলাম আজাদ গণসংযোগ শেষে রাত আনুমানিক ১১টায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। তার বাম হাত ও মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মশিউর রহমান জানান, আজাদের মাথার আঘাত খুব গুরুতর। এ কারণে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766