মুজাহিদুল ইসলাম সর্দার,দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দিরাই উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ে সদ্য অনুমোদন পাওয়া এসএসসি পরীক্ষার কেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে পিয়ান নদীর উত্তর পাড়ে ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩৩ জন্য পরীক্ষার্থী গতকাল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে। হাওরপাড়ের নিভৃত পল্লীতে মনোরম পরিবেশে প্রথমবারের মতো পরীক্ষা দিতে পারায় পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে গেলে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে আলাপ করলে তাঁরা এ অভিপ্রায় ব্যক্ত করে এসএসসি পরীক্ষার্থী রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিতালী রানী সরকার, শংকুরী তালুকদার, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের সৈকত রায়, মুন্নি ও চাঁদনী আনন্দের সাথে জানান প্রতি বছর আমাদের স্কুলের পরীক্ষার্থীরা দিরাই গিয়ে পরীক্ষা দিত এতে অর্থ শ্রম বেশি হতো, আজ আমরা নিজ বাড়ি থেকে নিজের স্কুলে পরীক্ষা দিতে পারছি এর যে কি আনন্দ তা ভাষা প্রকাশ করা সম্ভব না।
সংবাদটি শেয়ার করুন