৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৬
সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের মাঠে যুক্তরাজ্য প্রবাসী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জুবের আলম খুরশেদ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সফর আলী মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগদল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু, রাজানগর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সালিম, বক্তব্য রাখেন ছানা উল্ল্যা তালুকদার, বুরহান উদ্দিন, শিহাব আহমদ, আ. ছামির, জ্যোতি দাস, ফুল মিয়া প্রমুখ।
ফাইনাল খোলা কাইমা ইলাভেন স্টার স্পোর্টিং ক্লাব কে ৫ উইকেটে হারিয়ে দিরাই টাইগার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com