দিরাইয়ে দু’দিন ব্যাপী বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৬

দিরাইয়ে দু’দিন ব্যাপী বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু

এসবিএন, দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় উজানধল গ্রামের মাঠে বাউল সম্রাট শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত দু’দিন ব্যাপী লোক উৎসব শুক্রবার বিকা ৩টায় শুরু হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার পায়রা উড়িয়ে দু’দিন ব্যাপী লোক উৎসবের শুভ উদ্বোধন করেন।

এসময় শাহ আব্দুল করিম ভক্তরা মনমজালে ওরে বাউলা গান, যা দিয়াছো তুমি আমায় কি দেবো তার প্রতিদান. . . . শাহ আব্দুল করিমের শিষ্যরা উৎসব শুরু করেন।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর মোহাম্মদ শাহারিয়ার বলেন, শাহ আব্দুল করিম শুধু দিরাইর সম্পদ নন, তিনি সাড়া বাংলার সম্পদ।

আমরা সবাই মিলে শাহ আব্দুল করিমের জন্য কিছু করতে চাই। তিনি তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আহ্বান জানান, দ্রুত শাহ আব্দুল করিমের বাড়ীর রাস্তা পাকা করণের জন্য একটি প্রকল্প দাখিল করার জন্য।

শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালালের সভাপতিত্ত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি শুভেন্দু ইমাম, কুয়েতের সাবেক রাষ্ট্রদ্রুত ল্যাফটেনেন্ট কর্ণেল আফসার উদ্দিন, শাহ আব্দুল করিমের চিকিৎসক ডা. নাসিম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক তালুকদার, কবি তুষার কর, ড. মুস্তাক আহমদ দিন, কবি ইমদাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- শাহ আব্দুল করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক টিপু সুলতান প্রমূখ। শাহ আব্দুল করিমের শততম জন্ম দিন উপলক্ষ্যে বাউল দীপুর সরলা নামে একটি ক্যাসেটের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

সন্ধ্যায় আপেল মাহমুদের সঞ্চালনায় করিম গীতির আসরে বাউল ঢাকা, সিলেট সহ স্থানীয় বাউলরা গান পরিবেশন করেন।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930