২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৫
এসবিএন ডেস্ক:
সুনামগঞ্জে দিরাই উপজেলায় দেবরের হাতুড়িপেটায় হামিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় সীমা (৩) নামে এক শিশু আহত হয়।
সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৭টার দিকে দিরাই পৌরসভার নতুন বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দেবর আবু লেইস ওরফে আজলু মিয়াকে আটক করে।
মৃত হামিদা উপজেলার মাতাগাঁও আব্দুল কাইয়ুমের স্ত্রী এবং আহত সীমা নতুন বাগবাড়ি গ্রামের মাফের আলীর মেয়ে ও নিহতের নাতনী। শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পৈত্রিক সম্পত্তি বিক্রি নিয়ে উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের আজলু ও আব্দুল কাইয়ুমের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে হামিদা তার মেয়ের বাড়ি দিরাই পৌরসভার নতুন বাগবাড়ি গ্রামে বেড়াতে আসেন এবং প্রায় সপ্তাহ খানেক আগে আজলুও সেখানে বেড়াতে আসেন।
সোমবার সন্ধ্যায় সম্পত্তি বিক্রি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আজলু হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাবী হামিদাকে হত্যা করেন। এ সময় শিশু সীমা এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করেন আজলু।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য হামিদার মৃতদেহ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766