১১ই এপ্রিল ২০২১ ইং | ২৮শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬
এসবিএন, দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে হত্যার ৯ মাস পর শনিবার বেলা ৩টার দিকে চন্ডিপুর কবর স্থান থেকে আলমগীরের লাশ উত্তোলন করেছে পুলিশ।
২০১৫ সালের জুন মাসে দিরাই বাজারস্ত সেলুন পট্টিতে উপজেলা তাড়ল ইউনিয়নের বুরন পুর গ্রামের মহিব উল্ল্যা গং এর হামলায় নিহত হয় পৌর সদরের চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর।
এ ঘটনায় আলমগীরের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে মুহিব উল্ল্যা গং কে আসামী করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী আব্দুর রাজ্জাক বলেন, মামলা দায়ের শুরু থেকেই মামলার তদন্ত কর্মকর্তা কোন অদৃশ্য কারণে মামলাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্ঠা করেন। লাশের সুরতহাল রিপোর্টে অনেক আঘাত গোপন করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে লাশ পূনরায় ময়না তদন্তের জন্য আমি আদালতে আবেদন করি।
আদালতের আদেশ অনুযায়ী লাশ উত্তোলন করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশ অনুযায়ী কবর থেকে লাশ উত্তোলন করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766