এসবিএন, দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দিরাইয়ে বিভিন্ন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন্স স্মিথ ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল বিপি’র ১৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিরাই এভারগ্রিণ রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগ উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বিশাল র্যালী দিরাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গন মিলনায়তন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও আরএসএল ফখরুল আমিন চৌধুরী বাবলু’র পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম, স্কাউটের উপজেলা অর্থ সম্পাদক সুধা সিন্ধু দাস, শিক্ষিকা প্রীতি রায় দাস, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার।
উপস্থিত ছিলেন- দিরাই প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম, দিরাই ডিগ্রি কলেজের সাবেক রোভার মেট আশীষ কুমার ভৌমিক, এভারগ্রিণ রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপ দিরাইয়ের সিনিয়র রোভার মেট সুলতান এম আজুয়াদ কাইয়ূম, সহকারী সিনিয়র রোভার মেট তায়েফ চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন