২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬
এসবিএন দিরাই প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিরাইয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, সকাল ৯ টায় দিরাই বিএডিসি মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীল চর্চা প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী। দুপুর ১২ টায় উপজেলা গন মিলনায়তন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ভাস্কর তালুকদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উপদেষ্টা যুবায়ের আহমদ, কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক।
উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা মুরাদ মিয়া, সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক রাহাত মিয়া, সদস্য সুবীর চন্দ্র দাস, তাপস দাস প্রমুখ।
বিকাল ৪ টায় বিএডিসি মাঠে মুক্তিযোদ্ধা বনাম পৌর এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে ফুটবল খেলা।
পরিশেষে সন্ধ্যা ৭ টায় উপজেলা গন মিলনায়তনে হলে সাংস্কৃতিক পরিবেশন করা হয়। এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো বিভিন্ন কর্মসুচী পালন করেছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766