দীপাবলি

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

দীপাবলি
মোস্তফা মোহাম্মদ

 

আমিতো রামচন্দ্র নই,
ঘিয়ের প্রদীপে ঘুচবে আমার নির্বাসন—
চৌদ্দ বছর পর অযোধ্যায় ফেরার উল্লাস;

 

পরজনমে যদি বসন্ত-বাউরি হই,
কার্তিকের অমাবস্যার আগে—
তোমার জানালায়, উঠানের ধারে,
ডোবার কিনারে জোনাকি হয়ে যদি আসি?

 

দীপাবলি!
যদি ফলভাণ্ড লুটে নেই মৃদু আলোয়,
ফলভারানত বৃক্ষ তুমি—
কার্তিকের হিমহিম-সন্ধ্যা আজ;

 

নির্বাসন শেষে যদি ফিরেই আসি তোমার আঙিনায়—
মৃদু আলোর সলতেয় জানাবে কী অভিবাদন?

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31