১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
আমিতো রামচন্দ্র নই,
ঘিয়ের প্রদীপে ঘুচবে আমার নির্বাসন—
চৌদ্দ বছর পর অযোধ্যায় ফেরার উল্লাস;
পরজনমে যদি বসন্ত-বাউরি হই,
কার্তিকের অমাবস্যার আগে—
তোমার জানালায়, উঠানের ধারে,
ডোবার কিনারে জোনাকি হয়ে যদি আসি?
দীপাবলি!
যদি ফলভাণ্ড লুটে নেই মৃদু আলোয়,
ফলভারানত বৃক্ষ তুমি—
কার্তিকের হিমহিম-সন্ধ্যা আজ;
নির্বাসন শেষে যদি ফিরেই আসি তোমার আঙিনায়—
মৃদু আলোর সলতেয় জানাবে কী অভিবাদন?
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com