২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫
এসবিএন ডেস্ক:
সামাজিক যোগাযোগের গণমাধ্যমে অনুসরণকারীদের কাছে সেলিব্রেটিদের মধ্যে কে কতো বেশি জনপ্রিয়? এই প্রশ্নের জবাবে বলা যায়, গোটা এশিয়ায় সেই হিসেবে টুইটারে জনপ্রিয়তায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারে মোস্ট ফলোড এশিয়ান ওম্যান,এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দীপিকা পাডুকোনের ফলোয়ারের সংখ্যা ১২.৫ মিলিয়ন। তৃতীয় স্থানে থাকা প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়ন।
এই দৌঁড়ে প্রথম অবস্থানে রয়েছেন ,এশিয়ার প্রথমেই রয়েছেন ইন্দোনেশিয়ান শিল্পী অ্যাগনেজ মো। প্রথম স্থানে থাকা অ্যাগনেজ মো ইন্দোনেশিয়ার একজন গায়িকা-অভিনেত্রী। টুইটারে ফলোয়ারের বিচারে হলিউড অভিনেত্রীদের এখনও টেক্কা না দেয়া গেলেও বলিউড কিন্তু পিছিয়ে নেই।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766