এসবিএন ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় আন্তঃনগর ট্রেন এগারোসিন্দুর লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে।
রায়পুরা থানার ওসি আজাহারুল ইসলাম জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে খানাবাড়ি স্টেশনের কাছে এগারোসিন্দুরের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।
এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে ভৈরব রেলস্টেশনের কর্মকর্তারা জানান।
পরে ঢাকা থেকে একটি রিফিল ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে পাশের একটি লাইন চালু করে ওই পথে বেলা সাড়ে ১১টায় ট্রেন চলাচল শুরু হয় বলে ভৈরব জিআরপি থানার ওসি সাইফুল ইসলাম জানান।
এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণও জানাতে পারেননি রেল কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন