২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭
মিডিয়া ডেস্ক: রাজধানীর অদূরে সাভার আশুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরিচয় পাওয়া নিহতদের একজন হলেন, মরিয়ম বেগম, বাড়ি কুমিল্লায়। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের সঙ্গে মরাগাঙ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগমসহ তিনজন মারা যান। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com