ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানে দুদকের গণশুনানি

abdul
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৫, ০৭:২৮ পূর্বাহ্ণ
দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানে দুদকের গণশুনানি
এসবিএন ডেস্ক:
দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানের লক্ষ্যে ভুক্তভোগী জনসাধারণকে নিয়ে ‘গণশুনানি’ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ গণশুনানি কার্যক্রম শুরু হয়েছে। এ শুনানি দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে।
শুনা‌নি শুরুর আগে এ অনুষ্ঠা‌নের শুভ উদ্বোধন ক‌রেন ক‌মিশ‌নের চেয়ারম্যান মো. ব‌দিউজ্জামান। এ সময় ক‌মিশ‌নের অন্য কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচির অংশ হিসেবে কমিশনের উদ্যোগে এ গণশুনানির কাজ করা হচ্ছে।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
কমিশনের চেয়ারম্যান জানান, ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এবারের নতুন সংযোজন হল গণশুনানি। কোনো হয়রানি ছাড়া সরকারি সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই এ গণশুনানির আয়োজন।’
গণশুনানিতে ঢাকার তেজগাঁও, গুলশান ও সূত্রাপুর সাব-রেজিস্ট্রার অফিস এবং গুলশান, তেজগাঁও ও কোতয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) অফিসগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সরকারি এ সব অফিস থেকে সেবা গ্রহণে যে সব নাগরিক হয়রানি বা দুর্নীতির শিকার হয়েছেন তারা এ গণশুনানিতে দালিলিক প্রমাণাদিসহ অংশগ্রহণ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930