স্টাফ রিপোর্টার , ভোলা থেকে
প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান কে প্রধান উপদেষ্টা, প্রভাষক মোঃ মাহে আলম আখন কে সভাপতি, প্রভাষক মোঃ আল আমিন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বদরপুর নুরুন্নবী চৌধুরী কলেজ দুর্নীতি প্রতিরোধ মঞ্চ গঠিত হয়েছে।
আজ ২৯ আগস্ট ২০২৪ সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্নীতি বিরোধী সংগঠন দুর্নীতি প্রতিরোধ মঞ্চের এই শাখা কমিটি গঠন করা হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রভাষক মিরাজ হোসেন, প্রভাষক রুমা আক্তার, প্রভাষক রনিকা রাণী দাস, প্রভাষক ফরিদা ইয়াসমিন, প্রভাষক সোলায়মান সোহাগ, প্রভাষক সহদেব চন্দ্র দে, প্রভাষক আবু বকর সিদ্দিক প্রমুখ।
১৪ বছর বয়সী ঐতিহ্যবাহী ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নবী চোধুরী মহাবিদ্যালয়ের একাডেমিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, সাংস্কৃতিক সকল কার্যক্রমে স্বচ্ছতা , জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রভাষক কবি রিপন শানের উদ্যোগে আত্মপ্রকাশ করলো দুর্নীতি প্রতিরোধ মঞ্চ ।
সংবাদটি শেয়ার করুন