২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮
লাবন্য হক
আমি শুধু একবার দৃষ্টির গভীরতা নিয়ে-
তোমার দিকে তাকিয়ে ছিলাম,
ঘটনাটা রটনা হলো তখনি !
অথচ এভাবে হরহামেশাই তাকাই
যখন যেমন প্রয়োজন তেমন।
তবে কি চোখের গভীরে কোনও অলিখিত বার্তা থাকে?
দৃষ্টি বুঝি পরিবেষ্টিত হয় আবেগীয় কবিতায়,
প্রতিটি ক্ষনে দীর্ঘ চিঠি লেখা হয় তোমায়
কিন্তু কখনোই তোমার দ্বারে পৌছেনা তা !
কিন্তু আমায় অবাক করে দিয়ে পড়ে নিলো তারা
যারা দেখেছিলো সেদিন-
আমি কি ভীষণ আকুল ছিলাম
আমার ব্যাকুলতার দৃষ্টি সমর্পিত ছিলো
কেবল তোমার দৃষ্টির সীমানায় ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com