১৫ই জানুয়ারি ২০২১ ইং | ১লা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
শুভ্রাংশু ভাদুড়ী
পিতৃ পক্ষের অবসান শেষে হলো দেবীপক্ষের সূচনা।
তবু আনন্দের বদলে কপালে
দুশ্চিন্তার ভ্রুকুটি আনাগোনা।
মা তোমার এ কি বার্তা?
অকালে ঝরিছে অবিরাম বারিধারা।
শিশুদের মাথায় জোটেনা ছাতা
আসো তুমি সোনায় মোড়া।
সরলতার সুযোগ নিয়ে করে
যারা ছলনা বলে তারা নাকি দুর্গা।
চারিধারে জ্বলছে হিংসার অগ্নিশিখা।
চুপ করে দেখছো তাদের মজাটা?
যদি মর্তে সত্যি তুমি আজ আসো ফিরে
কলির অসুর বধ করে আসো হাসি মুখ
অন্ন বস্ত্র বাসস্থান থাকে যেনো সবার
তবেই বাজিবে আগমনী সুর আবার।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766