নাট্যজন পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন ,দেশকে এগিয়ে নিতে সম্প্রীতির বিকল্প নেই । মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহযোগিতায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
রবিবার সন্ধায় শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। প্রধান বক্তা ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় এবং আলোচক ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য মিহির কান্তি ঘোষাল, কবি সৌমিত্র দেব প্রমুখ।
সংলাপে বক্তব্য রাখেন, সিলেট স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. হরিপদ রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
এসময় ইসলাম ধর্মের উপর আলোচনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, হিন্দু ধর্মের শ্রীমঙ্গল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্টাচার্য, খৃষ্টান ধর্মের শ্রমিক নেতা পঙ্কজ খন্দ ও বৌদ্ধ ধর্মের উপর বক্তব্য রাখেন শিল্পী ইপা বড়ুয়া। পরে অনুষ্ঠিত সম্প্রীতির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ধামাইলে অংশ নেন পীযুষ বন্দ্যোপাধ্যায়সহ অতিথিরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com