রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারবাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা।
কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করে। পবিত্র ঈদুল আজহার খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়। ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
সৎ সাহসী নীতিবান ও মানবিক জেলা প্রশাসক,ড.উর্মি বিনতে সালাম আরোও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল আজহার দিনে আমার কর্মরত এলাকা মৌলভীবাজারবাসীসহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।
প্রিয় মৌলভীবাজারবাসী,শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের মহিমায় মহিমান্বিত উৎসব ঈদ-উল-আযহা। আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক মৌলভীবাজার জেলার প্রতিটি মানুষের জীবন। আপনার এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।ঈদ মোবারক।
সংবাদটি শেয়ার করুন