ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া

redtimes.com,bd
প্রকাশিত জুন ২৭, ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ণ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া

কপিল দেব:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারবাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা।

কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করে। পবিত্র ঈদুল আজহার খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়। ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

সৎ সাহসী নীতিবান ও মানবিক পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল আজহার দিনে আমার কর্মরত এলাকা মৌলভীবাজারবাসীসহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।

পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

পুলিশ সুপার আরোও বলেন, পর্যটন নগরী মৌলভীবাজারে পুলিশ বিভাগের বিভিন্ন স্তবের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পর্যটকরা আসবেন, নিরাপদে ভ্রমন করবেন এবং শান্তিশৃংখলা বজায় রাখবেন এই প্রত্যাশা– সবাইকে ঈদ মোবারক । আমিন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031