২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮
সৈয়দ ময়নুল ইসলাম রবিন:
নারীর উপর সকল প্রকার সহিংসতা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে (৫ এপ্রিল) বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শিক্ষার্থী ইফ্ফাত আরা নীপা। ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তারিন আক্তার, ছাত্র ইউনিয়ন শহর সংসদের সাংস্কৃতিক সম্পাদক আয়েশা আক্তার রুমানা, মৌলভীবাজার সরকারি কলেজের মার্স্টাসের শিক্ষার্থী বিষ্ণু দেব, উদীচী মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ দাশ, শিক্ষানবিশ আইনজীবী কামাল হোসেন চৌধুরী, অভিভাবক ফজলুল হক চৌধুরী, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহ সভাপতি রনি পাল, ছাত্র ইউনিয়ন জেলা সংসদ এর সাংগঠনিক সম্পাদক মনশ্রী দেব জুঁই, এছাড়াও উপস্থিত ছিলেন, জাহিদ হাসান রাজু, সুমন কান্তি দাশ, পিনাক দেব, প্রান্তিয়া দেব প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমরা একটি কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তাকে মানুষ হিসাবে ধরণা করি না, তাকে মেয়ে হিসাবে ধারণা করি। ধর্ষণের কারণ পুরুষের হীনমন মানসিকতা। ধর্ষককে শাস্তির আওতায় এনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং প্রশাসনকে আরো সক্রিয় ভাবে ভূমিকা পালন করতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com