জাফর ইকবাল:
দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্পীতি বজায় রাখতে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া ছিলেন জনগনের জানমালের পাহারাদার।
সোসবার(৫ আগষ্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর অরাজকতা দেখা দেয়। ক্রোধে উত্তেজিত জনতা থানা, দোকান পাট, বাসা বাড়িতে হামলা চালায়। আর এই হামলা থেকে সরকারী প্রতিষ্টান সহ সকলের জানমাল জনগনকে রক্ষা করতে নিজের জীবন বাজি রেখে পাহারাদারের ভূমিকা পালন করেন পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে ২ টি গাড়ী তাঁর নিজ ড্রাইভার দিয়ে বাসায় এনে নিরাপদ রাখেন। শ্রীমঙ্গল থানায় ভাংচুরের খবর পেয়ে গিয়ে অফিসার ইনচার্জকে নিরাপদ করা সহ হামলাকরীকে থামান। শান্তি সম্প্রীতি বজায় রাখতে সারা শহরে মাইকিং করেন। তাঁর পৌর কাউন্সিলর সহ আত্নীয় স্বজন নিয়ে মানুষের জানমাল রক্ষা করতে সক্রিয় ভূমিকা রাখেন। লন্ডন থেকে বিএনপির নেতা তারেক রহমান ও তাকে নির্দেশ দেন সম্প্রীতি বজায় রাখতে।
পৌর মেয়র মো. মহসিন মিয়া শ্রীমঙ্গলের কোন ধর্মীয় প্রতিষ্টানের ক্ষতি হতে দেননি। তিনি বলেন, আমরা লজ্জ্বিত বর্তমান প্রজন্মের কাছে। তারা আমাদের পথ দেখিয়েছে। আমরা তাদের জীবন গড়ার কথা ছিল, আজ তারা আমাদেরে শান্তিতে মরার জন্য জীবন গড়ে দিয়েছে। যারা জীবন দিয়েছে তাদের আত্নার মাগফেরাত কামনা করছি।
শ্রীমঙ্গল আওয়ামীলীগ অধ্যুষিত এলাকা। এখনে আমি বিএপির লোক হয়ে মেয়র নির্বাচিত হই। তাই এই দু:সময়ে তাদের দেনা শোধ করেছি। বিগত দিনে যারা আমার বাসায় ভাংচুর করেছিল, আমি তাদের বাসায় পাহারা দিয়েছি। হরিপদ দাদা আমাকে ফোন করে সাহায্য চান। আমি বলেছি ভয়ের কিছু নাই। আমি আপনার বাসার দারোয়ান হয়ে থাকবো, তবু কোন ক্ষতি হতে দেবো না। একটি মেয়ে আমাকে ফোন করেবলে তার বাসা তালা মেরে দিয়েছে। আমি আমার ভাইকে পাঠিয়ে তালা খোলে দিয়েছি।আমি শিক্ষক, ছাত্র, সাংবাদিক সর্ব স্থরের মানুষ নিয়ে বৈঠক করে ধ্বংসাত্নক কান্ড না করে দেশ গড়ার আহব্বান করেছি।
৮ আগস্ট বৃহস্পতিবার শ্রীমঙ্গলে ৩টি ইউনিয়নে ব্যবসায়ী ও সাধারণ মানুষরা চলাফেরা কলাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং সাধারণ জীবন যাপনের জন্য আহ্বান জানান শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।
এদিকে কালাপুর, কাকিয়া বাজারের সাধারণ মানুষদের নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য আহ্বান করেন।
এ সময় পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, আব্দুল জব্বার আজাদ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর নেতৃত্বে একদল সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। কোন দুষ্কৃতিকারী যদি কোন প্রকার জালমালের উপর আঘাত আনার চেষ্টা করে তাদেরকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান তিনি। এছাড়া যে কোন সমস্যায়, যেকোনো সময় উনাকে ডাকলে তাৎক্ষণিক পাশে পাওয়া যাবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
সংবাদটি শেয়ার করুন