
সদরুল আইনঃ
দেশজুড়ে জেঁকে বসেছে শীত। ১৭টি জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
আজ শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সকালে রাজধানী ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে প্রচণ্ড শীতে রাজধানীসহ বিভিন্ন জেলায় মানুষ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানবেতর জীবন যাপন করছে নিম্নআয়ের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে ভাসমান ও ছিন্নমূলরা।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭ জেলায় জায়গায় শৈত্যপ্রবাহ চলছে।
ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
এছাড়া ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
যার ফলে আগামীকাল থেকেই দিনের কুয়াশা অনেকটা কমে যাবে। তবে রাতের কুয়াশা থাকবে। মূলত আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়তির দিকে থাকলেও ১০ অথবা ১১ জানুয়ারি তাপমাত্রা ব্যাপকভাবে কমতে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা নেমে আসে ৯ ডিগ্রিতে।
আর আজ শনিবার তা আরও কমে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তীব্র এই শীত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।