২৬শে জানুয়ারি ২০২১ ইং | ১২ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসবিএন ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে মর্যাদার আসনে বসানোর চেষ্টা করছেন। দেশের সুনাম অক্ষুন্ন রাখার জন্য কাজ করছেন। ঠিক তখনই কিছু কিছু কুলাঙ্গাররা দেশের সুনাম নষ্ট করার চেষ্টা করছে।’
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
নাম প্রকাশ না করে একজন বিচারপতিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘একজন বিচারপতি অবসর গ্রহণ করার পরও সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন। আবার তিনি আপিল বিভাগে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের মামলা শুরু করে দিয়েছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘ওই বিচারপতি মিটিং করে বলেছেন বিচারপতি হতে হলে নিয়ম-নীতি লাগবে। আবার বলেন নিম গাছে আম ধরে না। ওই বিচারপতি সঠিক কথাই বলেছেন যে নিম গাছে আম ধরে না। তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন।’
কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766