এসবিএন ডেস্ক: ঘন কুয়াশার কারনে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে কর্তৃপক্ষ।
আজ সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। বাকীগুলোর মধ্যে দৌলতদিয়া ঘাটে ৫টি ও পাটুরিয়া ঘাটে ৭টি ফেরি যানবাহন বোঝাই করে নৌরুট পাড়ের অপেক্ষায় রয়েছে।
সংবাদটি শেয়ার করুন