প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
দৌলতপুরে নিজের গলা কেটে যুবকের আত্মহত্যা
শরিফুল হক পপি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে ধারাল অস্ত্র দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যা করেছে সোহেল রানা (২৭) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবক। রোববার সকাল ১০টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের বাজারপাড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক একই গ্রামের এজের বিশ্বাসের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল রানা সকালে মাঠে কাজে গিয়ে নিজ হেফাজতে থাকা ধারাল হাসুয়া দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরে রক্তাক্ত অবস্থায় গলাধরে সে দৌড়ে নিজ বাড়িতে যাওয়ার সময় মাঠের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত ডাক্তার সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে সোহেল রানা মারা গেলে তার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com