শেলী সেনগুপ্তা
বারবার কড়াঘাতে খুলে গেছে অক্ষমতার দরজা
দঁড়িয়ে আছি নিজের মুখোমুখি,
অসীম আকাশের দিকে তাকিয়ে
বলতে চেয়েছি নিজের কথা
ভুলে গেছি আজন্ম সত্যের উর্বরতা ,
ইতিহাসের দ্বার খুলে আজ আমার
‘দ্বিতীয় জীবনের প্রথম দিবস’
ভুলে গেছি আয়ুরেখা
চুকে গেছে ঠিকুজীর পাঠ
নির্বেদ উপাখ্যানে খুঁজে ফেরা শৈশব,
দিবসের শেষ আলো রেখা
সম্ভাষনে কাছে টানে
দ্বিতীয় জন্মের নব্যজনাকে ,
ভুলের নাগপাশ ছেঁড়া
ব্যাধের তীরধনুকে মৃত্যুর মাঝেও গেয়ে ওঠা
‘আজ আমার দ্বিতীয় জন্মের প্রথম দিবস’।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com