ধন্য এই শিল্পের জীবন…

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮

ধন্য এই শিল্পের জীবন…

জ্যোতি সিনহা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রাবস্থায় আমার কখনও পা পড়েনি, পা পড়ল গত ৬ই ফেব্রুয়ারি। জাহাঙ্গীরনগর থিয়েটার তাদেরই আয়োজিত নাট্যোৎসবে একজন অভিনেত্রী হিসেবে ‘আলোক কুমার রায় স্মৃতি’ পদকে ভূষিত করে অামাকে। প্রচণ্ড এক ভালো লাগা সত্যি কাজ করে। ২০১৮ সালের প্রথম অর্জন এটা অামার। একটা বক্তব্য দিতে হয়েছে, আমি এমনিতে কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু সেদিন বোধ হয় একটু পারলাম। তখনই বুঝলাম আমি বড় হয়ে যাচ্ছি। যা বলেছি তার সারমর্ম দাঁড়ায়, জাবি’র ৩২ ব্যাচ হতে আমিই প্রথম সেলিম আল দীন মুক্তমঞ্চে কোনো সম্মাননা গ্রহণ করলাম। তাই আমি ভীষণ গর্বিত।
২০০২-এ আমি এই ক্যাম্পাসে ভর্তি হই। আমাদের বড় করার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের আর দ্বিতীয় শিল্পপিয়াসী মানুষের এবং তৃতীয়ত নিন্দুকদের, যারা আমার নাটকে অভিনয় করাকে হাস্য করেছিল, নিন্দা করেছিল। নিন্দুকদের মনে রেখেছি বলেই আমি আমার স্বপ্ন মারা যেতে দিই নি, মন দিয়ে প্রাণ দিয়ে শিল্পসাধনা ও কাজ করে গেছি, যার ফলে আজ সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি আর কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা আমার জীবনকে অর্থময় করে তুলেছে। জাহাঙ্গীরনগর থিয়েটারকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।

শিল্পতারের ওপর দিয়ে হাঁটার অগ্নিপরীক্ষা কিন্তু বেড়েই গেল। তবে হোক পরীক্ষা, মানুষের অন্তর জয় করার!

ধন্য থিয়েটার,
ধন্য এই শিল্পের জীবন…

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031